বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০

বাবুরহাটে কিশোরীকে প্রথমে অপহরণ পরে উদ্ধার ॥ এলাকায় তোলপাড়
স্টাফ রিপোর্টার ॥

চাকুরির প্রলোভনে ফুসলিয়ে এক কিশোরীকে অন্যত্র নিয়ে যাওয়ার একদিন পর তাকে উদ্বার করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকার পার্শ্ববর্তী আশিকাটি গ্রামের মুচিবাড়ির পিতৃমাতৃহীন ওই কিশোরীকে বোরকা পরিয়ে পাশর্^বর্তী কল্যাণপুর ইউনিয়নের শেকা কবিরাজ বাড়ির পাশের এক বাড়িতে নিয়ে লুকিয়ে রাখেন ওই কিশোরীর প্রতিবেশী জয়নাল পাটোয়ারীর ছেলের বউ। পরবর্তীতে সেই কিশোরীর অভিভাবক দীনেশ কুমারসহ পরিবারের সদস্যরা কিশারীকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের দ্বারস্থ হন। পুলিশের কাছে যাওয়ার বিষয়টি জানতে পেরে জয়নাল পাটোয়ারীর পরিবারের সদস্যরা দীনেশকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে, তার ভাতিজি অন্য কারো হাত ধরে চলে গেছে। বিষয়টি এক পর্যায়ে এলাকায় ছড়িয়ে পড়ে। চাচা দীনেশ চন্দ্র পরদিন বিভিন্ন স্থানে গিয়ে পাশের ইউনিয়ন কল্যাণপুরের সফরমালী শেখা কবিরাজের বাড়ির পাশে জয়নাল পাটোয়ারীর ছোট মেয়ের বাড়িতে খুঁজে পান কিশোরীটিকে। সেখান থেকে তাকে উদ্ধার করে আশিকাটির নিজ বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে বাবুরহাট এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরদিন শুক্রবার বিকেলে বাবুরহাট একাদশ ক্লাবে এ নিয়ে সালিস হয়। তাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুকমল কর রামু, আঃ রহমান শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জয়নাল পাটোয়ারী বিষয়টির জন্য উপস্থিত সকলের কাছে ও কিশোরীর পরিবারের কাছে ক্ষমা চান। এখানেই শেষ হয়নি। এলাকার অনেকে বলছেন, ওই কিশোরীকে বিদেশে পাচারের জন্যেই অপরহরণ করা হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে মনে করেন তারা।

এদিকে ওই কিশোরীর বাড়ি গেলে তাকে আবারো অপহরণ কিংবা অসহায় মুচি পরিবারটি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কার কথা জানান তারা। জয়নাল পাটোয়ারী তার মেয়ের বাড়িতে দরিদ্র এই কিশোরীকে নিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে বলেন, তাকে কাজের জন্যে নেয়া হয়েছে। ওই কিশোরী জানায়, তাকে জয়নাল পাটোয়ারীর পরিবারের সদস্যরা ভালোভাবে থাকা-খাওয়া ও চাকুরির আশ^াস দিয়ে তাদের সাথে যেতে দীর্ঘদিন ধরে বলে আসছিল। তাইতো তাদের কথামতো সে এই কাজ করেছে। এ ব্যাপারে আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। বর্তমানে দরিদ্র পরিবারের অসহায় কিশোরী ও তার পরিবারের সদস্যরা এক অজানা আতঙ্কে রয়েছেন বলে তাদের সাথে কথা বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়