প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় গ্রামের মোঃ শফিউল্লাহ পেশায় একজন কৃষক ও খামারি। শফিউল্লাহ তার খামারে দীর্ঘদেহের একটি গরু (ষাঁড়) নিয়ে বিপাকে পড়েছেন। গত বছর গরুটি চট্টগ্রামসহ কয়েকটি বাজারে নিলে আশানুরূপ দাম না পাওয়ায় বাড়িতে নিয়ে আসে এবং আবার লালন-পালন শুরু করেন। গরুটি গত চার বছরে অতিরিক্ত বড় হওয়ায় নিজ এলাকায় কোনো কাস্টমার না পেয়ে বিপাকে পড়েন শফিউল্লাহ। অন্যদিকে করোনার ভয়াবহতার কারণে দীর্ঘদেহের এই গরুটি বিভিন্ন বাজারে নিতে সমস্যার সম্মুখীন হচ্ছে শফিউল্লাহ।
শফিউল্লাহ বলেন, গত চারবছর আগে একটি গাভীসহ এই গরুটি ক্রয় করি। এ চার বছর গরুটিকে ভালো খাদ্য খাওয়ানোর কারণে এখন এই অবস্থানে এসেছে। শফিউল্লাহ এবং এলাকাবাসীর ধারণা বর্তমানে গরুটির ওজন ৩৫ থেকে ৩৬ মণ হবে। বিভিন্ন এলাকা হতে প্রতিদিনই উৎসুক জনতা দীর্ঘদেহের এই গরুটি দেখতে আসে বলে তিনি জানান।
শফিউল্লাহ দেশের যেকোনো প্রান্ত থেকে কেউ গরুটি ক্রয় করতে চাইলে ০১৮২৩৩০২২৭১ নাম্বারে যোগাযোগ করতে বলেন এবং পরিবহনের সু-ব্যবস্থা আছে বলে তিনি জানান।