প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০
গতকাল রোববার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি তাঁর কার্যালয়ে ভূমিহীনদের জন্যে তৈরি ২০টি ঘর নিয়ে প্রেসব্রিফিং করেন। তিনি বলেন, ভূমিহীনদের জন্যে ফরিদগঞ্জ উপজেলায় ২য় পর্যায়ে বাঘড়া বাজারে ১৩টি এবং সাহেবগঞ্জ গ্রামে ৭টিসহ মোট ২০টি ঘর তৈরি করা হয়েছে। ঘর তৈরি শেষ হয়েছে। ঘরপ্রাপ্তদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। সেই সময়েই তাদের বলা হয়েছে, ঘরগুলোতে কোনো খুঁিটনাটি সমস্যা থাকলে আমাদের জানালে আমরা তা সারিয়ে দিবো। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রতিটি ঘরে বিদ্যুতের সংযোগ এবং জনস্বাস্থ্য অধিদপ্তর গভীর নলকূপ বসিয়ে দিয়েছে। ঘরের বাইরে আনুষঙ্গিক কাজগুলো যেমন ইটের সলিংও শেষ পর্যায়ে। কিন্তু ঘর নিয়ে যেভাবে একটি পত্রিকায় লেখা হয়েছে, তার বাস্তবতা নেই। আমরা সকলে মিলে চেষ্টা করেছি ভূমিহীনদের এই ঘরগুলো যেন ভাল ও মানসম্পন্ন হয়। তাছাড়া গাইড ওয়ালসহ যেসব বিষয়ে বলা হয়েছে তা ঘর তৈরির প্রাক্কলনের সাথে নেই। আমরা অন্য প্রজেক্ট থেকে টাকা এনে কাজ করেছি। তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরা চাই সাংবাদিকরা সঠিক তথ্যই তুলে ধরুক। সেটি বস্তুনিষ্ঠ তথ্য বহুল হলে আমাদের সহায়ক হয়। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে তুলে ধরার কারণেই আমাদের আড়ালে থাকা সমাজের অন্ধকার সমূহ সামনে চলে আসে। আমরাও দ্রুত ব্যবস্থা নিতে পারি। কিন্তু ঘর নিয়ে যেই তথ্য পরিবেশন করা হয়েছে, তা দুঃখজনক। আপনারা নিজেরা ভালোভাবে অনুসন্ধান করুন। যদি কোনো অনিয়ম দেখেন, রিপোর্ট করুন। আপনাদের মনে রাখতে হবে, কর্তৃপক্ষ আমাদের যেভাবে নিদের্শনা দিয়েছেন, সেইভাবে আমরা কাজ করেছি। ভূমি চিহ্নিত করা থেকে শুরু করে মাটি ভরাট এবং ঘর তৈরি সবকিছুই কমিটির মাধ্যমে হয়েছে। সকলে সহযোগিতা করেছেন বলেই আমরা বসবাসযোগ্য ঘর তৈরি করে দিতে সক্ষম হয়েছি।
প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।