বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০০:০০

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী

চাঁদপুর জেলা ছাত্রদলের সমাবেশ

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জানুয়ারি রোববার বিকেল চারটায় জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিকেল থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিট খ- খ- মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্যে বিদেশে প্রেরণের দাবিতে অনুষ্ঠিত ছাত্রসমাবেশ বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা শরীফ মোহাম্মদ ইউনুছ, সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার ও সাবেক ছাত্রদল নেতা মাসুদ মাঝি।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জসিম উদ্দীন খান বাবুল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক আবু হানিফ কাঁকন, মনির হোসেন মুন্না, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, সদস্য সচিব জিসান আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, সদস্য সচিব ফয়সাল খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী, সদস্য সচিব আল-আমিন মুন্সিসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়