শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

চরমেয়াশায় জমজমাট জুয়ার আসর

সোহাঈদ খান জিয়া ॥
চরমেয়াশায় জমজমাট জুয়ার আসর

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চরমেয়াশায় জুয়ার আসর জমজমাট আকার ধারণ করেছে। প্রতিদিন সন্ধ্যার পর পর এক শ্রেণির পেশাদার জুয়াড়ি চরমেয়াশা গ্রামে জড়ো হয় জুয়া খেলার জন্যে।

স্থানীয় মিজান পাটোয়ারী, প্রদীপ চন্দ্র দাস, লিটন চন্দ্র দাস, মৈশাদীর লিটন মিজি, ইসমাইল পল্টু, রনজা ও মানিকের নেতৃত্বে এই অঞ্চলে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়ে থাকে। এরা প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে কিছু বলতে সাহস পায়নি। জুয়া খেলাকে কেন্দ্র করে গত ক'দিন আগে চরমেয়াশা গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভয়াবহ এই নেশা জুয়ার প্রতি স্থানীয় দিনমজুর ও মাছ বিক্রেতারা বেশি আসক্ত বলে জানা গেছে। এরা তাদের উপার্জনকৃত টাকা জুয়া খেলায় ব্যয় করে খালি হাতে ঘরে ফিরে যায়। এতে করে তাদের সংসারে অশান্তি লেগে রয়েছে। সামাজিক অপরাধও বাড়ছে। আর যুবকরাও জুয়া খেলার প্রতি আগ্রহী হয়ে পড়েছে। দিন দিন জুয়ার আসরের সংখ্যা বৃদ্ধি পেয়ে আসছে।

চরমেয়াশা গ্রামের জুয়ার আসর নিয়ে একাধিকবার দৈনিক চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশ হলে কিছুদিন খেলা বন্ধ থাকে। বিরতি দিয়ে আবার পুনরায় খেলা চলে থাকে।

মিজান পাটোয়ারীর সাথে মোবাইল ফোনে পরিচয় দিয়ে জুয়ার আসরের বিষয়ে কথা বললে তিনি ফোন কেটে দেন। এরপর বারবার ফোন দেয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়