প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও ‘ক্যাম্প প্রশিক্ষণ’
চাঁদপুরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪-এর ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের অধঃস্তন কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪-এর কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সঃ), এএসআই (সঃ) হতে এসআই (সঃ), কনস্টেবল হতে এটিএসআই এবং এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষার্থীদের 'ক্যাম্প প্রশিক্ষণে' ক্যাম্প পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। এ সময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ পরীক্ষা বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।