প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ২১:৪৭
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় অনূর্ধ্ব-১৬ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫-এর আওতায় এ কমসূচি পালন করা হয়।
২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাঁতার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত।
সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার ৬টি বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী। অংশ নেয়া দলগুলো হলো- পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়, মৈশাদী উচ্চ বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।