শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারিত

শাহরাস্তি ব্যুরো ॥
চাঁদপুর হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপসারিত

দুর্নীতি, অনিয়ম ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ তামজিদ হোসেনকে অপসারণ করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাঃ তামজিদ হোসেনের বিরুদ্ধে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি, অনিয়ম ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করে আসছে। এ নিয়ে গত ২৭ জুন কলেজের ৮জন প্রভাষক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতির নিকট তিন পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে

এই অভিযোগের সাথে আরো ৪জন শিক্ষক একাত্মতা প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন সময়ে অধ্যক্ষের বিচার দাবিতে কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ, অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

এমতাবস্থায় কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত অধ্যক্ষকে অপসারণ করে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়।

কাজী হুমায়রা জানান, কলেজের ভর্তি ও পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার লক্ষ্যে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

যারা অভিযুক্ত বা বিতর্কিত তারা আপাতত কলেজের কোনো কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন না।

কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত জানান, অধ্যক্ষ ডাঃ তামজিদ হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আমরা হোমিওপ্যাথিক শিক্ষা বোর্ডকে জানিয়েছি। বোর্ড বিষয়গুলো পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছে। কলেজের কার্যক্রম চলমান রাখতে বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হুমায়রাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়