বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মতলব দক্ষিণে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলব দক্ষিণে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মতলব দক্ষিণে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এসএম মোশারফ হোসেন মিলন। ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে মতলব বাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এসএম মোশারফ হোসেন মিলন বলেন, ২৭ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা থেকে ভাড়াকৃত একটি হাইয়েচ গাড়িযোগে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে তিনি গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী যাচ্ছিলেন। গ্রামের বাড়িতে আগমনের কথা শুনে তাঁর ভাইয়েরা এবং নিকটাত্মীয়গণ মোটরসাইকেলযোগে মতলব-গৌরিপুর সড়কের পালবাজারে এগিয়ে আসেন এবং পরে সবাই একত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের সিএনজি স্ট্যান্ডে পৌঁছালে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাদের অতর্কিত হামলায় মোটরসাইকেল ভাংচুর এবং গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে ফেলা হয়।

এসএম মোশারফ হোসেন মিলন অভিযোগ করে বলেন, যারা এই হামলা করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে পারিবারিকভাবে বিরোধ থাকার কারণে বিভিন্ন সময়ে আমাকে এবং আমার ভাইদের হুমকি প্রদান করে আসছিলো। আমি বাড়িতে আসবো শুনে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আমার ভাই এসএম ইদ্দিস হোসেন গুরুতর আহত হয়ে বর্তমানে চাঁদপুর হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও আমার অপর দুই ভাই এসএম ইউনুস হোসেন ও এসএম ইউসুফ হোসেন, প্রতিবেশী এবাদুল হক জনি, মোঃ সাহাব উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। এরা সকলেই মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

পরিশেষে তিনি বলেন, যারা এই হামলার সাথে যুক্ত রয়েছেন তাদের বিষয়ে তদন্ত করে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়