শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বন্যার্তদের মাঝে ঢেউটিন, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে। চলমান বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে সেনাবাহিনী শনিবার (২৮ সেপ্টেম্বর) মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কাজ সম্পন্ন করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর)। আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসির প্রমুখ।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। গত ২৪ আগস্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে হাজীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়