শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে সাপের দংশনে নারীর মৃত্যু

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে সাপের দংশনে নারীর মৃত্যু

গোখরা সাপের দংশনে দীপালী রাণী সূত্রধর (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) ভোর ৫ টার দিকে ঐ নারীর নিজ বসতঘরের সিঁড়ির গোড়াতে তার পায়ে কামড় বসায় সাপে। ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়নের উচ্চঙ্গা সূত্রধর (হুতার) বাড়িতে। তিনি এ বাড়ির নিরঞ্জন সূত্রধরের স্ত্রী ও ৩ সন্তানের জননী।

নিহতের দেবর পুত্র স্বপন সূত্রধর জানান, ভোর ৫ টার দিকে জেঠী ঘুম থেকে উঠে ঘর থেকে বের হবার সময় তার পায়ে সাপে কামড় দিয়ে চলে যাবার সময় তিনি সাপটি দেখে ফেলেন। এরপর তিনি ডাকচিৎকার দিলে আমরা সবাই মিলে তাকে সিএনজি চালিত অটোরিকশা করে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেই। পরে সকাল ৯ টার দিকে তিনি সেখানে মারা যান।

স্বপন আরো জানান, বাড়িতে আনার পরে ওঝা আনা হয়। ওঝা বলেছে, জেঠীকে সানক (গোখরা) সাপে কামড় দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন জানান, সাপে কামড় দেবার পরে ঐ নারীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিলো। পরে ঐ নারী সেখানে মারা গেছেন বলে শুনেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়