বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ইসলামী আন্দোলন ও যুব আন্দোলন সমন্বয়ে ফরিদগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
ইসলামী আন্দোলন ও যুব আন্দোলন সমন্বয়ে ফরিদগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ

ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা ও কেন্দ্রীয় যুব আন্দোলনের যৌথ উদ্যোগে ফরিদগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল তাঁর বক্তব্যে বলেন, ভারতীয় পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের পূর্ব উত্তর অঞ্চল প্লাবিত হয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বর্তমানে পানি কিছুটা কমলেও বসবাসের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। কর্মহীন মানুষ এখনো কর্মের সন্ধান করতে পারেনি। খাবার রান্না করার চুলাগুলো এখনো রান্না করার উপযুক্ত হয়ে উঠেনি। তাই যতদিন পর্যন্ত স্বাভাবিক পরিবেশ তৈরি না হবে ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।

অন্যান্য নেতার মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহেরুদ্দিন, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আখতার হোসাইন, যুবনেতা মোঃ সেলিম হোসাইন, শাহিন খান, ফরিদগঞ্জ উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ নুরুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়