প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোঃ জাহিদ হোসেনকে গত বৃহস্পতিবার তিনি দেখতে যান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
জানা যায়, গুলির আঘাতে আহত মোঃ জাহিদ হোসেনের পায়ের মারাত্মক ক্ষতি হয়। যে কারণে জটিল কয়েকটি অস্ত্রোপচার করতে হয়েছে। এছাড়া তিনি ৫ আগস্ট ঢাকায় নিহত ও ফরিদগঞ্জে নিহত ফরিদগঞ্জের তিনজন শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা করেন।ভবিষ্যতেও তাদের পাশে থাকার ঘোষণা দেন।
এ ব্যাপারে লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের স্থান থেকেই আমি চেষ্টা করছি।