রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান প্রদান

এমরান হোসেন লিটন ॥
ফরিদগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারগুলোর সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদানের অংশ হিসেবে গতকাল শনিবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ও সুবিদপুর ইউনিয়নের কৃতী সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ শাহাদাত হোসেন, মানিক হোসেন ও আমির হোসেনের কবর জিয়ারত, পরিবারগুলোর প্রতি সহানুভূতি জ্ঞাপন ও আর্থিক অনুদান প্রদান করেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন আর রশিদ।

শনিবার দুপুরের পরে তিনি ৩ নং সুবিদপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের শহীদ আমির হোসেনের কবর, ২ নং বালিথুবা ইউনিয়নের সহিত শাহাদাত ও শহিদ মানিকের বাড়িতে গিয়ে তাদের কবর জিয়ারত করেন এবং পরিবারগুলোর সাথে কথা বলে সহানুভূতি প্রকাশ করেন ও আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় লায়ন হারুন র রশিদ ছাড়াও তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাছির পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিম রাঢ়ী, সাধারণ সম্পাদক হারুন পাঠান, ২ নং বালিথুবা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইকবাল লিটন, সাংগঠনিক সম্পাদক কবির পাটোয়ারী, ৩ নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান আশু, বিএনপি নেতা মাসুদ, জেলা যুবদলের নেতা হাসান পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের নেতা জামাল বেপারী, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, যুবদলের নেতা পেয়ার আহমেদ, ওসমান গনি, রুহুল আমিন, মাসুদ মিয়াজী, ফারুক আহমেদ, ইয়ার মুনসিসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়