প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুর কালীবাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির মতবিনিময় সভা
সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ভয় নেই, আমরা পাশে আছি
----------শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। রোববার (১১ আগস্ট) বিকেলে চাঁদপুর কালীবাড়ি মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে।
আপনাদের কোনো ভয় নেই। আমরা আপনাদের পাশে আছি। আপনারা কেন ভয় পাবেন? আমরা সবাইতো একই শহরের মানুষ। তবে চোখ কান খোলা রাখবেন। কারণ কিছু লোক আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, ছাত্র ও জনতার গণআন্দোলনের মধ্যে হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আমরা আমাদের ধর্ম পালন করবো। আমরা আপনাদের পাশে আছি। যদি কেউ আপনাদের ব্যবসা বাণিজ্য থেকে কোনো চাঁদা দাবি করে আমাদের জানাবেন। আর সম্ভব হলে বেঁধে রাখবেন। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্যে অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। কোনো অবস্থায় আমরা চাঁদপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ একেএম সলিম উল্যাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রবাহের সম্পাদক (ভারপ্রাপ্ত) রহিম বাদশা ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অ্যাডঃ প্রভাষ চন্দ্র সাহা।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলাম মৃধা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ আরো অনেকে।
সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন কালীবাড়ি মন্দিরের পুরোহিত কমল ভট্টাচার্য, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, পূজা উদযাপন পরিষদের অরুপ কুমার শ্যাম, দুলাল রায়, তপন সাহা, লিটন সাহা, দুলাল হালদার, মানিক ঘোষ, রাজন দেসহ আরো অনেকে।