শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০

১৫ সেপ্টেম্বরের মধ্যে সাহিত্য একাডেমীর নির্বাচন

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন

স্টাফ রিপোর্টার ॥
১৫ সেপ্টেম্বরের মধ্যে সাহিত্য একাডেমীর নির্বাচন

সাহিত্য একাডেমী, চাঁদপুরের কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠনকল্পে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক ও একাডেমীর সভাপতি কামরুল হাসানের স্বাক্ষরিত এক নোটিস থেকে এ তথ্য জানা যায়। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিককে প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ হেদায়েত উল্যাহ এবং চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খানকে নির্বাচন কমিশনের সদস্য করা হয়।

নোটিস থেকে জানা যায়, উক্ত কমিটি নির্বাচন পরিচালনার জন্যে নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন, নির্বাচনী তফসিল জারি করবে। এছাড়া প্রণীত সর্বশেষ সদস্য তালিকার ভিত্তিতে ভোটগ্রহণসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে সম্পন্ন করে নির্বাচন কমিশন জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করবেন।

উল্লেখ্য, সাহিত্য একাডেমী, চাঁদপুরের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নিয়ে সাহিত্যাঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়