প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে দুর্ধর্ষ চুরি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
ফরিদগঞ্জে সংঘবদ্ধ চোরের দল বসতবাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। ১৩ জুলাই শনিবার দিবাগত রাতে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামচাপুর গ্রামের হোমিও চিকিৎসক ডাঃ রনজিৎ চক্রবর্তীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ডাঃ রনজিৎ চক্রবর্তীর বিল্ডিংয়ের জানালার গ্রীল দিয়ে কৌশলে দরজা খুলে চোরের দল ভিতরে প্রবেশ করে এবং বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়। এ সময় স্টিলের আলমারিতে থাকা প্রায় সাড়ে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ টাকা, ১টি মোবাইল, মূল্যবান কাপড়-চোপড়সহ যাবতীয় মালামাল নিয়ে যায়।
ডাঃ রনজিৎ চক্রবর্তী ও স্ত্রী গৌরী চক্রবর্তী জানিয়েছেন, আমরা শনিবার রাতে আমাদের পাশের বাড়িতে পূজা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে রাত আনুমানিক ৩টার সময় আমরা ঘুমিয়ে পড়ি। পরে পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে দরজা খোলা ও ঘরের সব কিছু এলোমেলো অবস্থায় দেখে বুঝতে পারে ঘরে চোর ঢুুকেছিল।
তিনি আরো জানান, সকালে বাড়ির পাশের বাগানে চোরদের একটি ইলেকট্রিক শট ডিভাইস ও চুরি হওয়া ৩টি মোবাইলের ২টি মোবাইল বাগানে পাওয়া যায়। চুরির ঘটনা আমাদের সর্বস্বান্ত করে দিয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।