প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০
অধ্যক্ষ তরিক উল্লাহর মৃত্যুতে জেলা বাকশিসের শোক
পুরানবাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিক উল্লাহ বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অধ্যক্ষ তরিক উল্লাহ চাঁদপুর জেলা বাকশিসের সভাপতি ছিলেন।
এদিকে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ঢালী চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিক উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।