মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০

মতলবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদা

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদা

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য ৩ জুলাই ১২টায় ঢাকা যাওয়ার পথে পরলোকগমন করেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। তাঁর নিজ বাড়ি মতলব পৌরসভার মতলব বাজার সংলগ্ন কলাদি গ্রামে। মতলব শ্রীশ্রী কালীমাতা মন্দিরের সেবাইত ছিলেন তিনি। এদিন বিকেল ৪টায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।

সহকারী কমিশনাার (ভূমি) নিলয় রহমান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, সাবেক সহকারী কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাটওয়ারী, আলম ভেন্ডার, সলিম উল্লাহ, বিভূতিভূষণ দাস তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আঁখি প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়