মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফরিদগঞ্জে মায়ের সাথে অভিমান করে আরমান (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ২ জুলাই মঙ্গলবার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করেছে পুলিশ। মৃত আরমান হোসেন সরখাল গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেনের ছেলে।

আরমানের মা হালিমা বেগম বলেন, আমাদের গ্রামের বাড়ি বসবাসের উপযোগী না হওয়ায় আরমানকে নিয়ে বালিথুবা বাজারে ফারুক ডাক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। সেখানে থেকেই আরমান স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করেছে। আরমান গত ক’দিন যাবৎ বায়না ধরেছে তাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্যে, তাহলে সে আর পড়াশোনা করবে না। মোটরসাইকেল পেলে সে সঙ্গদোষে নষ্ট হয়ে যেতে পারে-- এই ভয়ে তাকে আমরা মোটরসাইকেল কিনে দিইনি। পরে সে নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি আমি টের পেয়ে তাকে সিলিংফ্যান থেকে নামিয়ে স্থানীয়দের সহায়তায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (৩ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ থানার এসআই ইসলাইল হোসেন বলেন, খবর পেয়ে আরমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আরমানের মা হালিমা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়