প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০০:০০
রোটারী ক্লাব অব হাজীগঞ্জের নূতন কমিটির দায়িত্বগ্রহণ
রোটারী ক্লাব অব হাজীগঞ্জের ২০২৪-২৫ বর্ষের দায়িত্ব গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রোটাঃ যুগল কৃষ্ণ হালদার ও সেক্রেটারী রোটাঃ জাহাঙ্গীর হোসেন।
১ জুলাই সোমবার রাতে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে নবাগত প্রেসিডেন্ট ও সেক্রেটারীর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই নতুন নেতৃত্বের হাতে কলার হস্তান্তরের মাধ্যমে দায়িত্বভার অর্পণ করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ আলহাজ্ব জাকির হোসেন লিটু ও সেক্রেটারী রোটাঃ মোঃ মনির হোসেন।
রোটারী ক্লাব অব হাজীগঞ্জের নবাগত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চার্টার প্রেসিডেন্ট রোটাঃ অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী।
রোটাঃ আহসান কলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট রোটাঃ আলহাজ্ব মোঃ ইমাম হোসেন, রোটাঃ জাফর আহমেদ, রোটাঃ আসফাকুল আলম চৌধুরী, রোটাঃ রুহিদাস বণিক, রোটাঃ গৌতম সাহা, রোটাঃ সঞ্জয় কর্মকার, রোটাঃ মানিক রায় প্রমুখ।
এ সময় প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ নবিন রহমান, পাস্ট প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, রোটাঃ আলহাজ্ব মোঃ সফিকুর রহমান, রোটাঃ মোঃ হাবিবুর রহমান, রোটাঃ কাজী মোশারফ হোসেন মিন্টু, রোটাঃ দীপক রায়, রোটাঃ অ্যাডঃ শাওনসহ অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।