মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০০:০০

আলোচিত উজ্জ্বল হত্যা মামলায় ফরিদ গাজী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
আলোচিত উজ্জ্বল হত্যা মামলায় ফরিদ গাজী গ্রেফতার

মতলব উত্তর উপজেলায় সংঘটিত আলোচিত উজ্জ্বল মিজি (৪৪) হত্যা মামলায় পলাতক আসামী মোঃ ফরিদ গাজী (২৮)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পিবিআই চাঁদপুর।

১ জুলাই সোমবার বিকেলে পিবিআই চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে ৩০ জুন রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তল্লা পুকুরপাড় এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুরে নিয়ে আসে পিবিআই।

ফরিদ গাজী মুন্সীগঞ্জ জেলার মহেষপুর এলাকার বানিয়াল মহেষপুর (পশ্চিম কান্দি) গ্রামের মোঃ ছানাউল্লাহ গাজীর ছেলে।

হত্যার শিকার উজ্জ্¦ল মিজিও মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তার পিতার নাম মোঃ খালেক মিয়াজী। উজ্জ্বল মিজি রাজধানীর যমুনা ফিউচার পার্কে মোবাইল ফোনের ব্যবসা করতেন। মতলব উত্তর উপজেলায় তার শ্বশুরবাড়ি। তিনি ঘটনার সময় মতলব উত্তরে ছিলেন।

পিবিআইয়ের দেওয়া তথ্যে জানানো হয়, ২০২২ সালের ৬ মে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মতলব ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় আসামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ও আতঙ্ক সৃষ্টি করে। পরে হত্যার উদ্দেশ্যে আসামীরা উজ্জ্বল মিজির ডান হাঁটুর ওপরে কোমরের নিচে রানে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার মামলাটি পিবিআইতে শিডিউলভুক্ত হওয়ায় বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টারের আদেশ বলে মামলাটি পিবিআই চাঁদপুর কর্তৃক অধিগ্রহণ করে। পরে পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমানকে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকাসহ মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা, অস্ত্র আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ইতিপূর্বে উজ্জ্বল হত্যা মামলার বেশ কিছু আসামীকে পিবিআই চাঁদপুর কর্তৃক গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন। মামলার তদন্ত চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়