প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০
রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের নতুন কমিটি গঠন
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ২০২৪-২৫ রোটারী বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির নবাগত প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ মোহাম্মদ ইফতেখার উল আলম পিএইচএফ ও সেক্রেটারী রোটারীয়ান আবু ইউসুফ তালুকদার মানিক।
কমিটির অন্যরা হলেন-আইপিপি রোটাঃ ইমরান হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রোটাঃ সবুজ কুমার পোদ্দার, অ্যাডঃ ওমর ফারুক টিটু, রোটাঃ ডাঃ রাশেদা আক্তার, রোটাঃ রাজিব মজুমদার, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ ডাঃ সাইফুল ইসলাম সোহেল, রোটাঃ আব্দুস সালাম আজাদ জুয়েল, রোটাঃ মোঃ আশরাফুল আরিফ পিএইচএফ, ট্রেজারার রোটাঃ সত্যজিৎ কর সোহাগ পিএইচএফ, রোটাঃ কামাল হোসেন, রোটাঃ অ্যাডঃ মোঃ মমিন খান নয়ন, পিএইচএফ, জয়েন্ট ট্রেজারার রোটাঃ আমিনুল্লাহ শেখ, রোটাঃ অ্যাডঃ কবির হোসেন চৌধুরী, ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটাঃ পিপি মোঃ শবেবরাত সরকার আরএফএসএম, ডিরেক্টর (ভোকেশনাল সার্ভিস) রোটাঃ পিপি মোস্তাক আহমেদ খান পিএইচএফ, ডিরেক্টর (কমিউনিটি সার্ভিস) রোটাঃ জসিম উদ্দিন, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল সার্ভিস) রোটাঃ মোঃ মোশাররফ হোসেন, ডিরেক্টর (ইয়ূথ সার্ভিস) রোটাঃ গিয়াসউদ্দিন মিলন, বুলেটিন এডিটর রোটাঃ পিপি ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর পাটওয়ারী পিএইচএফ, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস রোটাঃ তাপস কুণ্ড ডানাই, সার্জেন্ট অ্যাট আর্মস রোটাঃ ডাঃ মাসুদ হাসান, রোটাঃ আব্দুল আউয়াল রুবেল পিএইচএফ ও রোটাঃ জিতু মিঞা বেপারী।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ আগস্ট চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব প্রতিষ্ঠিত হয় ও চার্টার্ড হয় ১৯ ডিসেম্বর ১৯৯০। সে সময় ক্লাবের চার্টার প্রেসিডেন্ট হিসেবে শেখ মোঃ হাবিবুর রহমান পিএইচএফ, ১‘এমসি দায়িত্ব পালন করেন। প্রতি বছরই পালাবদলের মাধ্যমে চাঁদপুরের বিশিষ্টজনেরা এই ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন।