প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও চাঁদপুর ডিএসবির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাথে চাঁদপুর ডিএসবির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) ২০২৪-২০২৫ সম্পন্ন হয়েছে।
৩০ জুন রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)-এর সাথে ২০২৪-২০২৫ অর্থ বছরের ডিএসবি, সিএসবি ও আরএসবিসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠান এবং DART (D-Data, A-Acquisition & R-Reporting, T-Tool)- এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন ডিএসবি প্রধান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।
এ সময় তিনি বলেন, ‘স্পেশাল ব্রাঞ্চের সাথে এই চুক্তি আমাদের কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আমাদের জেলার নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে।’
অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও এতে উপস্থিত কর্মকর্তারা অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এই চুক্তি বাস্তবায়নে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এ সময় সুদীপ্ত রায় (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), খায়রুল কবীর (সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল), ডিআইও-১, ডিএসবি, চাঁদপুরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।