মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০০:০০

প্রতিবাদ আর তোপের মুখে ব্রিজে মোটরসাইকেলে টোল আদায় বন্ধ করলো ইজারাদার

মিজানুর রহমান ॥
প্রতিবাদ আর তোপের মুখে ব্রিজে মোটরসাইকেলে টোল আদায় বন্ধ করলো ইজারাদার

চাঁদপুর শহরতলীর ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ইসলামপুর গাছতলাস্থ চাঁদপুর সেতুতে চাঁদাবাজি বন্ধ ও টোল প্রত্যাহারের দাবি দীর্ঘদিনের। সেতুর টোল প্রত্যাহার ও ইজারাদারদের নিয়ন্ত্রণে থাকা সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি সর্বমহলের থাকলেও সরকারের রাজস্ব ভাবনায় এই সেতুর টোল আদায় বন্ধ হচ্ছে না। নতুন করে ইজারা সিন্ডিকেট ব্রিজের টোল আদায়ের কাজটি বাগিয়ে নিয়েছে। এখন অন্যান্য যানবাহনের সাথে মোটরসাইকেলের ওপর টোলা আদায় শুরু করেছে ইজারাদার। এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে প্রতিবাদের ঝড় তোলেন বিভিন্ন শ্রেণী-পেশার বাইকাররা।

গতকাল সোমবার ইসলামপুর গাছতলা ব্রিজ টোলঘরের সামনে মোটরসাইকেল থেকে টোল আদায় বন্ধে বিক্ষোভ করেন বাইকরারা। মুহূর্তের মধ্যে হয় সিদ্ধান্ত বদল। বাইকারদের প্রতিবাদ আর তোপের মুখে মোটরসাইকেল থেকে টোল আদায় বন্ধ করেন ইজারাদার কর্তৃপক্ষ।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। অনেকে মন্তব্য করে লেখেন, ব্রিজ নির্মাণে সরকারের যে টাকা খরচ হয়েছে তার বহু গুণ অর্থ আদায় হয়ে গেছে। আর কত বছর টোল নিবে তার একটা সময় সীমা থাকে। এই ব্রিজের টোল উঠানোর সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। শুধু মোটরসাইকেল নয়, সব ধরনের যানবাহন থেকে টোল আদায় বন্ধ করে ব্রিজটি উন্মুক্ত করার দাবি সাধারণ জনগণের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়