প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০
চাঁসক ছাত্রলীগের উদ্যোগে পরীক্ষার্থীদের জন্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ
পরীক্ষার হলে পানির পিপাসা নিবারণে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল ৩০ জুন রোববার কলেজ গেইটের ভেতরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে এই বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফ হোসেন জানান, আমরা কলেজ ছাত্রলীগের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি সরবরাহ করি। যাতে করে দূর-দূরান্ত থেকে এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা অসুবিধায় না পড়ে। আজকে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁসক ছাত্রলীগের নেতৃবৃন্দ।