মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০

মাত্রাতিরিক্ত লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো ॥
মাত্রাতিরিক্ত লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন

অস্বাভাবিক বিদ্যুৎ বিল, ভয়াবহ লোডশেডিংসহ নানা অভিযোগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন করেছেন। গতকাল ৩০ জুন রোববার দুপুরে চাঁদপুর- ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের লোকজন এই কর্মসূচি পালন করেন। পরে এই মানববন্ধনে স্থানীয় কিছু লোকজনও যোগ দেন। এ সময় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পর চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন এসে গ্রাহকদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দিলে গ্রাহকরা ফিরে যান।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ফরিদগঞ্জ উপজেলায় ১ লাখ ৫ হাজার গ্রাহক রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে তাদের।

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক ইলিয়াস কাঞ্চন, মোঃ রাশেদ আলম, রাব্বি, সাব্বির, রাব্বি সওদাগর, মোবারক হোসেন, আব্দুল হান্নান, আনোয়ার হোসেন, মনির হোসেনসহ লোকজন জানান, দিনের ২৪ ঘন্টার মধ্যে তারা মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পেয়ে থাকেন। ভয়াবহ লোডশেডিং হলেও গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের পরিমাণও মাত্রাতিরিক্ত বেড়েছে। মিটার রিডাররা মিটারের কাছে না গিয়ে মনগড়া বিল তৈরি করছেন। এতে গ্রাহকরা বিপুল অংকের অর্থ গচ্ছা দিচ্ছেন। লোডশেডিং হ্রাস, প্রকৃত বিদ্যুৎ বিল প্রদান এবং লাইন সংস্কারে অনিয়মসহ নানা অভিযোগের সুরাহার দাবিতে তারা বাধ্য হয়ে বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন।

এদিকে পল্লী বিদ্যুৎ এলাকায় মানুষজনের জড়ো হওয়ার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। এ সময় সড়কের পাশে তাদের সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

মানববন্ধনের সংবাদ পেয়ে পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিভাগের প্রধানসহ অন্য কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে বলেন।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, তার অফিসের সামনে গ্রাহকদের জড়ো হওয়ার সংবাদে তিনি তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, কয়েকদিন পূর্বে ফরিদগঞ্জ জোনাল অফিসে ১২জন মিটার রিডার যোগদান করেছেন। তাছাড়া চাহিদার তুলনায় প্রাপ্তি কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়