প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০
বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান দুলাল ভূঁইয়ার আজ ৭ম মৃত্যুবার্ষিকী
আজ ১ জুলাই সোমবার চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমান দুলাল ভূঁইয়ার ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের মধ্য ইচলী ভূঁইয়া বাড়ির নিজ বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ আসর পারিবারিকভাবে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের এ দোয়ায় অংশগ্রহণ করার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শফিকুর রহমান দুলাল ভূঁইয়া মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১নং সেক্টরে যুদ্ধে বিশেষ অবদান রাখেন। জীবদ্দশায় তিনি আওয়ামী লীগের রাজনীতি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।