মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুরে ইফার সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

একেকজন ইমাম এক একটা বার্তাবাহক

----------জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার ॥
একেকজন ইমাম এক একটা বার্তাবাহক

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামাজিক সমস্যা নিরসনে ইমামগণ মসজিদে জুমার প্রাক খুতবায় বক্তব্য রাখেন। আর এই বক্তব্য সব শ্রেণী-পেশার মুসল্লি মনোযোগ সহকারে শোনেন। আমাদের যিনি রাষ্ট্রপতি তিনিও এ বক্তব্য শুনেন। সুতরাং আপনারা মসজিদের ইমাম এবং সমাজের নেতা। আপনারা একেক জন ইমাম এক একটা ম্যাসেঞ্জার বা বার্তাবাহক। আমি মনে করি আপনারা হলেন হাসান ইমাম। অর্থাৎ ভালো ইমাম।

তিনি আরো বলেন, আমরা আমাদের বাচ্চাদের ফেসবুককে না বলি, মাদককে না বলি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি, সদা সত্য কথা বলি-এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। আমরা যখনই বক্তব্য রাখি, আমাদের প্রত্যেকের কথার মধ্যে বিভিন্ন বার্তা আছে। আর সেই বার্তা হবে সামাজিক সমস্যা নিরসনের জন্যে।

কর্মশালায় সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিন।

ইফার ফিল্ড সুপারভাইজার জুলফিকার হাসান মুরাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ সফিউল্লাহ, জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী ও ইফার মাস্টার ট্রেইনার মোঃ সোলায়মান। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন বাইতুল আকসা জামে মসজিদের ইমাম মাওঃ এমএ খালেক। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়