প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০
বাবুরহাটে জেলা পরিষদের সম্পত্তি উদ্ধারে অভিযান
চাঁদপুর শহরতলীর বাবুরহাট বাজারে জেলা পরিষদের সম্পত্তিতে গড়ে তোলা দোকান উচ্ছেদ করা হয়েছে। জেলা পরিষদের মার্কেট নির্মাণের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। এছাড়াও চাঁদপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম উপস্থিত ছিলেন। শনিবার সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এর আগে গত ১০ জুন উচ্ছেদকৃত সকল দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দীর্ঘ ৭ বছর এ জায়গার ব্যবসায়ীদের সাথে হাইকোর্টে মামলা নিষ্পত্তির পর জেলা পরিষদের এই সম্পত্তি উদ্ধার করা হলো।
উল্লেখ্য, ৭ বছর পূর্বে চাঁদপুর জেলা পরিষদ মার্কেট নির্মাণের লক্ষ্যে দোকান বরাদ্দের জন্যে লীজকৃত দোকানীসহ সকলের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। তখন লীজকৃত দোকানীদের মধ্যে কয়েকজন মার্কেট নির্মাণের বিপক্ষে অবস্থান নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট পিটিশন খারিজের পর এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। অভিযান সম্পর্কে জেলা পরিষদের নির্বাহীর নিকট জানতে চাইলে প্রেস বিফিংয়ের মাধ্যমে সকল তথ্য জানানো হবে বলে তিনি জানান।
উচ্ছেদে ১০৩টি দোকানসহ অবৈধভাবে দখলকৃত বাদশা খানের মুন্নি এন্টারপ্রাইজ, মোখলেছুর রহমান ভূঁইয়ার ভূঁইয়া মার্কেট ও রাফি প্লাজার কয়েকটি দোকান ভেঙ্গে ফেলা হয়।