প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সংবাদ সম্মেলন
প্রতিষ্ঠিত ব্যক্তিদের ফরিদগঞ্জের সামাজিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করতে চাই
-----যুগ্ম সচিব হাবিবুর রহমান
ফরিদগঞ্জের আপামর মানুষের কল্যাণময় ভাবনা নিয়ে পুনঃযাত্রা শুরু করেছে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ। গতকাল ২৯ জুন শনিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নবযাত্রার কর্মসূচি তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সভাপতি, কৃতী শিক্ষার্থী সম্মিলন ও অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক হাবিবুর রহমান।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৯৩ সালের ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ মাঝখানে কয়েক বছর কর্মসূচি বিরত রেখে বর্তমানে পুনঃযাত্রা শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ব্যক্তিদের ফরিদগঞ্জের সামাজিক কর্মকাণ্ডে আরো বেশি সম্পৃক্ত করাই এই সংগঠনের লক্ষ্য। আমরা ইতোমধ্যে বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের সাথে কথা বলেছি। তিনিও আমাদের সাথে একমত পোষণ করেছেন।
ইতিপূর্বে সাবেক সাংসদ মরহুম আলমগীর হায়দার খান, শফিউল্যাহ কসমিক, আমির হোসেন খান, জাকারিয়া চৌধুরী, সাবেক সাংসদ ড. শামছুল হক ভূঁইয়া, নূরুল ইসলাম কোম্পানি, বীর মুুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, আমির হোসেন পাটোয়ারী, মোস্তফা কামাল, কাজী কুদ্দুসসহ অনেক গুণীজন এই সংগঠনকে এগিয়ে নিতে কাজ করেছেন। তাদের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে পুনঃযাত্রার এই ক্ষণে আগামী ২০ জুলাই রাজধানীর জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফরিদগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠার একই বছর ১৯৯৩ সালে মরহুম নূরুল ইসলাম পাটোয়ারীকে আহ্বায়ক ও ফরিদ আহমেদ রিপনকে সদস্য সচিব করে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির সক্রিয় কার্যক্রমের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে পুনরায় ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। যে কমিটির সভাপতি ছিলেন এমএ হান্নান এবং সাধারণ সম্পাদক ছিলেন ফরিদ আহমেদ রিপন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্থানীয় সাংসদ সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক মনোনীত হয়ে আসছেন।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম কে মানিক পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) ও পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সংগঠনের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শফিউল বাশার মুকুল, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, সংগঠনের সদস্য হাজী কামরুল হাসান সাউদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পাঠাগার সম্পাদক রসু মিয়া, ব্যবসায়ী দুরুল হুদা, দেলোয়ার হোসেন শেখ প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে ফলদ গাছ রোপণের মাধ্যমে সংগঠনের পুনঃযাত্রা শুরু হয়।