মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০

চান্দ্রায় আগুনে পুড়ে গেছে ৬টি দোকান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চান্দ্রায় আগুনে পুড়ে গেছে ৬টি দোকান

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ড জব্বার ঢালীর দোকান এলাকায় আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর রাত সাড়ে তিনটায় অগ্নিকাণ্ডের এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জব্বার ঢালীর দোকান এলাকায় দেলোয়ার হোসেন দিদারের একচালা টিনশেড মার্কেটটিতে ছয়টি দোকানে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। ছয়টি দোকানের মধ্যে রিয়াদ ও ফারুক হোসেনের দুটি ফার্মেসি, শনু বেপারী, ইকবাল গাজী ও মাঈনুদ্দিন পাটওয়ারীর তিনটি চা-কনফেকশনারী দোকান ও হৃদয়ের একটি সেলুন ছিলো। বুধবার রাত পর্যন্ত দোকানদাররা তাদের ব্যবসা শেষে রাতে যে যার মতো বাসায় চলে যান।

এ ঘটনায় পার্শ্ববর্তী ব্যবসায়ী মোঃ মমিন জানিয়েছেন, স্থানীয় এক স’মিলের লেবার থেকে আগুন লাগার খবর পান। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর আশপাশের বাড়ির লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুরো মার্কেটটি ভস্মীভূত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, এ দোকানের মাধ্যমে আমাদের সংসার ও পরিবার পরিজন নিয়ে কোনোরকম দিন কাটাতাম। এখন আমরা নিঃস্ব হয়ে পথে বসেছি। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন ও চান্দ্রা ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়