প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০
এমএ হান্নানের বড় ভাইয়ের মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপির শোক
চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানের বড় ভাই আব্দুল মান্নান (৬৬) শুক্রবার সকাল আনুমানিক ৯টায় ফরিদগঞ্জে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম। নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, মরহুম আব্দুল মান্নান সাহেব ছিলেন এলাকায় সুপরিচিত, গণ্যমান্য এবং পরোপকারী ব্যক্তি। আব্দুল মান্নান সাহেবের মৃত্যুতে তার পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মতো আমরাও ব্যথিত, মর্মাহত, শোকাহত এবং দুঃখিত। মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী ঢালী এক শোক বার্তায় এ তথ্য জানান।