মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০

জাতীয় শিক্ষা সপ্তাহে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের চারটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন

কামরুজ্জামান টুটুল ॥
জাতীয় শিক্ষা সপ্তাহে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের চারটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এছাড়া শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীও নির্বাচিত হয়েছে এ কলেজ থেকে। ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এসব শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ফলাফল, শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, আইসিটি দক্ষতা, পঠন-পাঠনে নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়। এর আগে ২০২২ সালে মোঃ মাসুদ আহম্মদ কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহম্মদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম জীবন্ত কিংবদন্তি ১নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি স্যারের পৃষ্ঠপোষকতায় ও কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব মোঃ সহিদ উল্লা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে কলেজটি পরিচালিত হচ্ছে এবং আমরা এ সম্মান পেয়েছি। তিনি বলেন, পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ কলেজ প্রধান (অধ্যক্ষ), শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত হওয়ায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগসহ সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি আরো জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে উপজেলা প্রশাসন। এর প্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে ক্যাটাগরি অনুযায়ী সেরা নির্বাচিত করে উপজেলা প্রশাসনের মনোনয়ন বোর্ড। এ অর্জনে আমি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাননীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি স্যার, কলেজ গভর্নিংবডির সভাপতি সাবেক অতিরিক্ত সচিব মোঃ সহিদ উল্লা মিয়াসহ গভর্নিং বডির সকল সদস্য, সম্মানিত শিক্ষক, অভিভাবকবৃন্দ ও কলেজ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়