প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
চরম দুর্ভোগে মানুষ
সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে চাঁদপুর
গ্রীষ্মের তীব্র দাবদাহে সারাদেশের ন্যায় পুড়ছে চাঁদপুর। মাসখানেক যাবৎ চলছে তীব্র দাবদাহ। এই প্রচণ্ড গরমে দেখা যায়, শিশু ও বৃদ্ধসহ নানা বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। সূর্যের প্রখর তাপ আর প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। নাকাল হয়ে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, কৃষক, শ্রমিক। এ অবস্থায় তীব্র গরমের কারণে ডায়রিয়া, জ্বর, ঠাণ্ডা, গলাব্যথা, কাশিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশি। খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
প্রচণ্ড রোদ ও গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেককে দেখা গেছে রাস্তার পাশে গাছের ছায়ায় বিশ্রাম নিতে। আর কর্মজীবী মানুষেরও যেন কষ্টের শেষ নেই। গরমের তৃষ্ণা মেটাতে অনেকে পানির বোতল হাতে রাখছেন। ডাব, আখের রস ও শরবতের দোকানে মানুষের ভিড়।
চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে চাঁদপুর আবহাওয়া অফিস। সোমবার সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন যা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেড়ে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রূপ নেয়। এটাই চাঁদপুরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড বলে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়।
এদিকে বৈশাখ মাস এখন মধ্য পর্যায়ে। কালবৈশাখী তো দূরের কথা, ছিটেফোঁটা বৃষ্টির দেখা নেই। এই বৃষ্টির জন্যে অপেক্ষায় চাঁদপুবাসী।
সকাল হতেই চলে গরম হাওয়ার দাপট এবং তাপপ্রবাহের তীব্র দহন। স্বস্তি পেতে এখনও দুই-তিন দিন অপেক্ষা করতে হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারাদেশে বহমান তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবনসহ পশু ও প্রাণীকুল। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চাঁদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় ইসতিসকার নামাজ আদায় অব্যাহত রেখেছেন মুসল্লিরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্যে আহাজারি এবং রহমতের বৃষ্টির জন্যে মোনাজাত করেন তারা।
চাঁদপুর জেলা ইমাম পরিষদের উদ্যোগে রোববার সকালে চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় নামাজে ইমামতি করেন চাঁদপুর বড়স্টেশন জামে মসজিদের খতিব, শ্রদ্ধাভাজন মুরুব্বি, বর্ষীয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম।
নামাজ শেষে ইমাম সাহেব খুতবা প্রদান করে সম্মিলিত মুসল্লিদের নিয়ে দীর্ঘক্ষণ আবেগঘন দোয়া মোনাজাত পরিচালনা করেন। পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানীসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ এই নামাজ আদায় করেন।