প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
হাইকোর্টের আদেশ স্থগিত
চাঁদপুর সদর উপজেলায় ভোট হতে বাধা নেই
চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনের উপর হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেয়া হয়েছিল, সে নির্দেশনা চেম্বার জজ স্থগিত করেছে। ফলে এই উপজেলা পরিষদের বর্তমান নির্বাচন হতে আর কোনো বাধা রইল না। তফসিল অনুযায়ী আগামী ২১ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার হাইকোর্টের এই নির্দেশনার উপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেয় চেম্বার জজ।
চাঁদপুর পৌরসভার ভোটারদের বাদ রেখে এবং এই পৌরসভার ভোটার এমন নাগরিক সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেনা এমন বিধিবিধান জারি করে উপজেলা নির্বাচন করার জন্য নির্দেশনা দেন মহামান্য হাইকোর্ট। গত ২৪ এপ্রিল মহামান্য হাইকোর্ট এই আদেশ দেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের গঠিত বেঞ্চ ওই আদেশে উপজেলা পরিষদ নির্বাচন আইন/ বিধিমালা সংশোধন করে নির্বাচন করার জন্য চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের উপর চার সপ্তাহের রুল নিশি জারি করে। সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার দায়ের করা রিটের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। তবে মামলার বিষয়ে বাদী আবিদা সুলতানার বক্তব্য হচ্ছে-আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। আমাকে নাজিম ভাই (উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান) কাগজে স্বাক্ষর দিতে বলেছে, আমি স্বাক্ষর দিয়েছি। এছাড়া আর কিছুই আমি বলতে পারবো না।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে গতকাল ২৯ এপ্রিল চেম্বার জজ আদালতে আপিল করেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ শামীম আজিজ ও ব্যারিস্টার আশফাকুর রহমান। আর রিটের পক্ষে ছিলেন অ্যাডঃ সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের রায়ের উপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেন।