বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে জেলেদের জাল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে জেলেদের জাল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ফরিদগঞ্জের কড়ৈতলী এলাকায় প্রায় ৩ লাখ টাকার জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ৩৬টি জাল পুড়িয়ে দেয়ায় ১৫টি জেলে পরিবার জীবিকা নির্বাহের অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামে ২৭ এপ্রিল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ।

ক্ষতিগ্রস্ত জেলে নরেশ চন্দ্র দাস (৫০), নয়ন চন্দ্র (৩৫), রতন চন্দ্র দাস (৫০)সহ আরো ক’জন বলেন, আমরা উপজেলার বিভিন্ন এলাকাতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় ২৭ এপ্রিল শনিবার বিকেলে আমরা কড়ৈতলী চৌধুরী বাড়ির পাশে একটি মাঠে জালগুলো শুকাতে দিয়ে বাড়িতে চলে যাই। ২৮ এপ্রিল রোববার সকালে কাজে যাওয়ার জন্যে জালগুলো নিতে এসে দেখি আমাদের সব জাল পুড়ে ছাই হয়ে পড়ে আছে।

জেলেদের সর্দার অতুল চন্দ্র দাস (৪০) বলেন, দুর্বৃত্তরা আমাদের ৩৬টি জাল পুড়িয়ে দিয়েছে। আমরা বাবা-মা ও স্ত্রী-সন্তান নিয়ে কী খেয়ে থাকবো, দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি। যারাই আমাদের জালগুলো পুড়িয়ে দিয়েছে, আমরা তাদের বিচার চাই।

বিষয়টি নিয়ে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসাইন আহমেদ রাজন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি, জেলেদের জালগুলো পুড়িয়ে দিয়েছে যারা, তারা অমানুষের কাজ করেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আশা করি অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়