রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পবিত্র ওমরারত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ হান্নান। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য লায়ন আল-আমিন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আখতার হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা ও সদস্য সচিব শিবলু রহমান। এছাড়াও উপজেলা বিএনপির ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার সকল ইউনিটের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল ও মহিলা দলসহ সকল পর্যায়ের প্রায় ৭শ’ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়