প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
সরকার বিরোধী চলমান আন্দোলনে এবার পুলিশী অভিযানে গ্রেফতার হয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলহাজ্ব মোশারফ হোসেন। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের কোড়ালিয়া এলাকাস্থ নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মহসীন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে হাজী মোশারফ হোসেনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। তিনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে দলের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি আমরা চাঁদপুরে শান্তিপূর্ণভাবে পালন করছি।
কিন্তু পুলিশ বিনা কারণে মিথ্যা মামলায় চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পর এখন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে আটক করেছে। এছাড়া আমাদের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। নেতা-কর্মীরা বাড়িঘর ছাড়া। প্রতি রাতেই নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ হানা দিচ্ছে। তিনি অবিলম্বে এ গ্রেপ্তার অভিযান বন্ধ ও আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।