শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেন আটক
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোশাররফ হোসেনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কোড়ালিয়া রোডস্থ নিজ বাসা থেকে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ শহীদ উল্লাহ ও মোঃ হেলাল হোসেন তাকে আটক করে থানায় নিয়ে আসেন। হাজী মোশাররফ হোসেন শহরের কোড়ালিয়া রোডের মরহুম ফজলুর রহমান হাওলাদারের ছেলে।

তিনি চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সহ-সভাপতি, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি নব্বইর দশকে জেলা ছাত্রদলের প্রথম সারির নেতা হিসেবে সে সময়কার সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম ছাত্র নেতা ছিলেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। চাঁদপুর শহরের একজন সুপ্রতিষ্ঠিত সনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে তাঁর বেশ সুনাম রয়েছে।

আটকের বিষয় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানান, রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়