শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

সমাবেশ সফল করায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কৃতজ্ঞতা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

১ নভেম্বর চাঁদপুর স্টেডিয়ামে একটি সফল সমাবেশ করায় আয়োজক এবং জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিন চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় গত তিন বছরে বাস্তবায়িত এবং চলমান ৯৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। চাঁদপুর সদর উপজেলা, হাইমচর উপজেলা ও চাঁদপুর পৌর আওয়ামী লীগ এই উন্নয়ন সমাবেশের আয়োজন করে। সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক এই তিনটি ইউনিটের প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা সদর থেকে হাজার হাজার নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ড এবং হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসে। কোনো কোনো মিছিলে ব্যান্ড পার্টিও ছিল। পুরো সমাবেশ ছিল উৎসব এবং আনন্দমুখর। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ আরো বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকগণ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেয়। এছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী, ছাত্র, দিনমজুর, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ সমাবেশে অংশ নেন।

এই উন্নয়ন সমাবেশে চাঁদপুর ও হাইমচরের আপামর জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ায় আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকসহ পেশাজীবী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউছুফ গাজী, ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ মিয়াজি, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, চাঁদপুর সদর, পৌর ও হাইমচরবাসী বুধবারের সমাবেশে প্রমাণ করেছে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকা শেখ হাসিনার ঘাঁটি, দীপু মনির ঘাঁটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়