প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
সারাদেশে আবারো দুইদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৪ ও ৫ নভেম্বর রবি ও সোমবার সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি। সেই সাথে পুলিশের গুলিতে নিহত দলীয় নেতা-কর্মীদের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানান।
এদিকে, টানা তিনদিনের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। অন্যান্য দিনের মতো অবরোধে চাঁদপুরে অনেক কিছুই স্বাভাবিক ছিল। যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন চলাচল করলেও যাত্রীর সংখ্যা ছিল কম। দূরপাল্লার বাস তেমন একটি চলাচল করেনি।
অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার চন্দ্রা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দেয়। পরে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিএনপির নেতা-কর্মীদের রাস্তার উপর থেকে সরিয়ে দেয়। অবরোধের শেষদিনে গাড়িতে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের কোনো খবর পাওয়া যায়নি। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিডিআর সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের একাধিক টহল টিম সড়কে সক্রিয় ছিল।
অবরোধের প্রতিবাদে অন্যদিনের মতো চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে, রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
এদিকে, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম তিনদিনের ৭২ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করায় চাঁদপুরের সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।