প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ায় তারেক রহমান (২০) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া রহিম কমিশনারের বাড়ি সংলগ্ন নতুন বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। তারেক রহমান চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি মতলব দক্ষিণের দৌলতপুরে। তার বাবা আজাদ হোসেন অগ্রণী ব্যাংক কচুয়া শাখার সিকিউরিটি ইনচার্জ।
নিহতের বাবা আজাদ হোসেন জানান, চাকরির সুবাদে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দীর্ঘদিন কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে আমার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছি। বুধবার সন্ধ্যায় আমার ছেলে তারেক রহমান আত্মহত্যা করে। কী কারণে আত্মহত্যা করেছে তা জানি না। ঘটনার দিন তার মা মতলবে আমার গ্রামের বাড়িতে ছিলো।
সরেজমিনে গেলে নাম প্রকাশ না করার শর্তে এলাকার ক’জন ব্যক্তি জানায়, তারেক রহমান এলাকার বখাটেদের সাথে মাদক কেনা-বেচার ব্যবসায় জড়িয়ে পড়ে। পাওনাদারের টাকা পরিশোধ না করতে পেরে সে পালিয়ে বেড়াচ্ছিলো। দীর্ঘদিনেও পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তারেক এলাকায় মাদক কেনা-বেচায় জড়িত ছিলো কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।