প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গতকাল বৃহস্পতিবার আগামী সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।