শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নামে সড়ক উদ্বোধন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়ক নামকরণের অংশ হিসেবে ফরিদগঞ্জ জিসি-রূপসা জিসি সড়কটি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সড়ক নামে নামকরণ করা হয়েছে। আবুল খায়ের পাটওয়ারী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে কর্মরত। ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সড়ক নামকরণের ফলক উন্মোচন করেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ এমএ ওয়াদুদ (অবঃ)। এ সময় উপস্থিত ছিলেন জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবু পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ নাজমুন নাহার অনি, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন ও ক্যাশিয়ার গিয়াস উদ্দিন। উদ্বোধন শেষে ফরিদগঞ্জ উপজেলা মসজিদের খতিব মাওঃ ইউনুছ মোনাজাত পরিচালনা করেন।

উদ্বোধক ও প্রধান অতিথি চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ এমএ ওয়াদুদ (অবঃ) ফলক উন্মোচনপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আজ আমরা স্বাধীন। তাই তাঁদের অবদান ধরে রাখতে এবং তাঁদের স্বীকৃতি দিতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। সড়কের নামকরণ এর মধ্যে একটি। ফরিদগঞ্জের একজন বীর সেনানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তাঁর নামে সড়ক নামকরণ করে আমরা ধন্য হলাম। আশা করবো আরো অন্যান্য সড়কও এভাবে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়