প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্যে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে একটি বাস দেয়া হয়েছে। বুধবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে ভাষাবীর এমএ ওয়াদুদের দুই সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং তাঁর বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু কলেজের অধ্যক্ষের হাতে বাসের প্রতীকী ছবি তুলে দেন।
অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এই প্রতিবেদককে জানান, কলেজের ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি বাসের। আজ মাননীয় শিক্ষামন্ত্রী এবং তাঁর বড় ভাই শিক্ষার্থীদের দাবিটি পূরণ করলেন। এতে চাঁদপুর জেলার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের এই কলেজের ছাত্র-ছাত্রীদের কলেজে আসা-যাওয়ায় অনেক উপকার হবে। আমরা চাঁদপুর সরকারি কলেজের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী এবং তাঁর বড় ভাইসহ ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের সাথে যারা সম্পৃক্ত আছেন তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।