প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও নদ-নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। গেলো মধ্যরাত থেকে ফের ইলিশ ধরতে নেমে পড়েছে জেলেরা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই চাঁদপুরের জেলেরা বসে নেই। মাছ ধরতে নদী চষে বেড়াচ্ছে। এমনটি জানান চাঁদপুরের মৎস্যজীবী নেতা শাহআলম মল্লিক। তিনি বলেন, কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরতে পারলে নিষেধাজ্ঞাকালীন ক্ষতি পুষিয়ে যাবে জেলেদের।
চাঁদপুরে পদ্মা-মেঘনার জেলে পল্লীতে দম ফেলার ফুরসত নেই কারো। ইলিশ পাবার আশায় জেলেরা নদীতে বিচরণ করছেন। অন্যদিকে, নিষেধাজ্ঞা শেষ হতে যাওয়ায় স্বস্তি ফিরেছে মৎস্য শ্রমিকদের মধ্যেও।
হরিণা মৎস্যঘাটের গুল্টি জালের জেলে বশির মিয়া বলেন, পোলাপান লইয়া খুব কষ্টে দিন কাটাইছি। এবার সিজন ভালো যায় নাই। নিষেধাজ্ঞা শেষ অইছে, এহন আবার নদীতে যাচ্ছি। আল্লায় যদি কিছু মাছ দেয়।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, ২২দিন পর আবারো জেলেরা সাগর নদীতে মাছ শিকারে যাবে। আশা করি তারা কাঙ্ক্ষিত মাছ শিকার করতে পারবে এবং তাদের সচ্ছলতা ফিরবে। তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে চাঁদপুরের প্রায় ৫০ হাজার জেলেকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান এবার ভালো হয়েছে।