বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি মাঠ থেকে চলমান অবৈধ ড্রেজার মেশিন, পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কৃষি মাঠে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক।

জানা গেছে, গত ক’দিন ধরে মোহাম্মদপুর গ্রামের পন্ডিত বাড়ির মাওলানা মোঃ শহীদুল্লাহ ওই ইউনিয়নের মোহাম্মদপুর কৃষি মাঠে তার জমির চারদিকে পাড় বেঁধে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস করছেন। এতে ওই মাঠের কৃষি জমি ধ্বংসসহ সেচ প্রকল্প ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জমি ও ড্রেজারের মালিকসহ শ্রমিকেরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিকের নির্দেশনায় অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়