শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আজ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন ও গণসমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুর শহরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণসমাবেশ।

ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার, মানবাধিকারের সংগ্রাম চলছেই চলবে, সাম্প্রদায়িক সহিংসতা, চিরতরে বন্ধসহ ক্ষমতাসীন সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগের জেলা পর্যায়ে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়। তারই প্রেক্ষিতে চাঁদপুর জেলা ঐক্য পরিষদের আয়োজনে আজকের সকাল-সন্ধ্যা গণঅনশন ও বিকেল ৩টায় গণসমাবেশে যোগ দেয়ার জন্যে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল স্বাধীনচেতা মুক্ত মনের মানুষের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী পিপি।

আওয়ামী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐক্য পরিষদের দাবিসমূহের মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন। আজকের সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়