শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধুর ম্যুরালে চাঁদপুরের নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের শ্রদ্ধাঞ্জলি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুরের ১০ম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন মোঃ নূরুল আলম সিদ্দিক। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুরে নতুন কর্মস্থলে এসেই প্রথমেই জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে অস্থায়ীভাবে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে (প্রতিকৃতিতে) শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) সাকিব হোসেনসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ।

এরপর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগের আয়োজনে পরিচিতি সভায় যোগ দেন নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াছমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিমসহ বিচার বিভাগের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ। এরপরই নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিচার বিভাগের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপনের নেতৃত্বে আইনজীবীরা এবং অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ বিচার বিভাগের কর্মকতাণ্ডকর্মচারীগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়